বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধের লক্ষ্যে সরকার ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা হস্তান্তর করেছে। গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে চেক হস্তান্তর করেন। শ্রম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অর্থ মঞ্জুর করা হয়েছে।
এ ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আগামী ৯ মার্চ থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠানের সব শ্রমিক ও কর্মচারীর পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলেও জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।