বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১২ পরিচালককে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. সগীর হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, লালমনিরহাট ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামানকে লালমনিরহাট ৩৪ আনসার ব্যাটালিয়নে, খাগড়াছড়ি ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এ এইচ এম মেহেদী হাসানকে খাগড়াছড়ি ২৮ আনসার ব্যাটালিয়নে, চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিককে খাগড়াছড়ি ১৪ আনসার ব্যাটালিয়নে, খাগড়াছড়ি ৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. সাজ্জাদ মাহমুদকে চুয়াডাঙ্গা ৯ আনসার ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।
এ ছাড়া বান্দরবান ৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে চট্টগ্রাম ৪ আনসার ব্যাটালিয়নে, চট্টগ্রাম ১৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ চৌধুরীকে বান্দরবান ১৬ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমানকে গাজীপুর ২৭ আনসার ব্যাটালিয়নে, গাজীপুর ১০ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. মইনুল ইসলামকে বান্দরবান ১০ আনসার ব্যাটালিয়নে, রাঙামাটি ২ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নূরনবীকে রাঙামাটি ২৩ আনসার ব্যাটালিয়নে, গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফারজানা আক্তার ডালিয়াকে গোপালগঞ্জ ২ আনসার ব্যাটালিয়নে, ব্রাহ্মণবাড়িয়া ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ানকে ব্রাহ্মণবাড়িয়া ১৫ আনসার ব্যাটালিয়নে এবং খাগড়াছড়ি ১৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেনকে খাগড়াছড়ি ৫ আনসার ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।