খুলনায় গৃহবধূর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ফুলতলা দামোদর গ্রাম থেকে নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ফুলতলা থানা পুলিশের ওসি মনিরুজ্জামান খান এ তথ্য জানান। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোশাক পরিবর্তনের দৃশ্য ধারণ করে। এটা দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। সোমবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়।