কূটনীতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর স্থানীয় হোটেলে আয়োজিত এ মাহফিলে কূটনৈতিকদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নরওয়ে রাষ্ট্রদূত, রাশিয়ার উপরাষ্ট্রদূত, নেপালের ফার্স্ট সেক্রেটারি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইইউ, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা, ভ্যাটিকান সিটির প্রতিনিধিরা অংশ নেন। রাজনীতিবিদদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এবং জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরন এখনকার বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ঐক্য বাংলাদেশের জন্য সবসময়ই শক্তি। বাঙালি তাদের সব আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন সমগ্রজাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত।