ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোয়াইদ নামে চার বছরের এই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান শিশু সোয়াইদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোয়াইদের শরীরের ২৭ শতাংশ দগ্ধ ছিল। ওই ঘটনায় এখনো তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে মনির হোসেনের শরীরের ২০ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ। এ ছাড়া দগ্ধ চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।