সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে বিভিন্ন বিভাগের ১ হাজার ৯২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। গতকাল বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষাজীবনে সর্বোচ্চ সফলতার জন্য পাঁচ শিক্ষার্থী চ্যান্সেলর্স স্বর্ণপদক ও সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন। সমাবর্তন সভাপতি ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশ্ববিদ্যালটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ছাত্র ও যুবসমাজ দেশে যে যুগান্তকারী পরিবর্তন এনেছে তা অবাধ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আপনারা এই সুযোগ বিফল হতে দেবেন না। নতুন গ্রাজুয়েটদের বিশ্লেষণধর্মী, সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে। আপনাদের কাজ দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।