বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সংগঠক তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ ও মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান স্বাক্ষরিত নোটিসে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনাবিষয়ক একটি কল রেকর্ডের পরিপ্রেক্ষিতে জেলা সংগঠক তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর থেকে তাসিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর জেলার কোনো সম্পর্ক থাকবে না বলেও ওই নোটিসে উল্লেখ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, ‘স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। এর বাইরে আপাতত কিছু বলার নেই।’ আর সদস্যসচিব ডা. আশফাক আহমেদ জামিল বলেন, ‘ঘরের শত্রু বিভীষণ। দেশ বিনির্মাণে যে দায়িত্ব আমানত হিসেবে নিয়েছি তা জীবন দিয়ে হলেও রক্ষা করব।’ এ ব্যাপারে জানতে তাসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় মাসের জন্য রংপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদকে আহ্বায়ক ও রংপুর মেডিকেল কলেজের ডা. আশফাক আহমেদকে সদস্যসচিব করা হয়।