আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাতফেরি, শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে শ্রদ্ধানিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বলেন, ‘আমরা যখন ভাষা দিবসের কথা বলি তখন অন্য ভাষার প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। সে জায়গা থেকে আমাদের দেশে যত আঞ্চলিক ভাষা আছে, বিভিন্ন নৃ-গোষ্ঠীয় ভাষা রয়েছে সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। যা আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশ পাবে।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। আরও বক্তব্য দেন আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, তাপসী রাবেয়া বসরী হলের প্রাধ্যক্ষ শারমিন আক্তার, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. গাজী জহিরুল ইসলাম প্রমুখ।