বগুড়ার ধুনট উপজেলায় একটি মশাল মিছিলের খবর পাঠানোর ঘটনায় সাংবাদিক ইমরান হোসেন ইমনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপি নেতাদেরও আসামি করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা রিপন শেখ গত বুধবার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে ৯৬ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন। মামলার আসামি ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক দিনকালের ধুনট উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন ইমন বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না। স্বাধীন সাংবাদিকতা করি। আওয়ামী লীগের মশাল মিছিলের তথ্যটি আমি নিজে ওসিকে জানাই। এ নিয়ে একটি মহল ক্ষিপ্ত হয়ে আমাকে আসামি করেছে।’ বিএনপি নেতা সানোয়ার হোসেন বিপুল বলেন, ‘বাদীকে ম্যানেজ করে বিএনপির একজন নেতা এটা করিয়েছেন। সাংবাদিক ইমন ও বিএনপি নেতা সানোয়ার উভয়কেই আসামি করার জন্য উপজেলা বিএনপির কিছু নেতা দায়ী।’ গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপির বিরুদ্ধে যদি বিএনপিই মামলা করে, তাহলে কোথায় দাঁড়াব আমরা? সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এ মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছি।’
ঘটনার ব্যাপারে জানা গেছে, বাদী বিএনপি নেতা রিপন শেখ তার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশা, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুুস সোবহান, দৈনিক দিনকালের ধুনট উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন, গোসাইবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপুলসহ ৯৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত সোমবার রাত সাড়ে ৭টায় আসামিরা পিস্তল, দেশীয় অস্ত্র, ককটেল, লাঠি নিয়ে বাদীকে আক্রমণ করেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল আলম বলেন, বিএনপির এক কর্মী এ মামলা করেছেন। তদন্ত করে দেখা হবে ঘটনা কী এবং এতে কারা জড়িত। মামলার জন্য অন্যায়ভাবে কাউকেই হয়রানি করা হবে না।