ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের নির্ভুল স্বপ্ন দেখাতে হবে, এগিয়ে নিতে হবে ভবিষ্যতের দিকে।
গতকাল দৌলতখান জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বনির্ভর, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন- ঠিক সেভাবে আমাদের সন্তানদের তৈরি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুলের সভাপতি খালেদা খানম, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক নোমান হোসেন প্রমুখ।