পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে পরবর্তী নির্বাচনে ডিসিরা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। তাদের ওপর নির্বাচন ঘিরে কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না। এই আশ্বাস দেওয়া হয়েছে।
গতকাল ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পরিবেশ উপদেষ্টা বলেন, এবারে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন।
নির্বাচনে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা হবে না। এ সময় জেলাগুলোতে নদী দখল ও দূষণমুক্ত করতে ডিসিদের সহায়তা চান তিনি। উপদেষ্টা বলেন, পাহাড়ের তালিকা দিতে বলা হয়েছে, দেয়নি। পাহাড় কাটলে মালিককে ধরা হবে। মধুপুর শালবন ফিরিয়ে আনা হবে। কক্সবাজারে এখনো ৫১ একর বন দখলে আছে, সেগুলো ফিরিয়ে দিতে বলা হয়েছে। হাওর, বন ও সেন্টমার্টিনে ইকো ট্যুরিজম করা হবে।