গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, পৌর ও কোনাবাড়ী মেট্রো থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ঐক্যবদ্ধ গাজীপুর-১ (United Gazipur–1 Marathon)” শীর্ষক ম্যারাথন দৌড়।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ চৌধুরী। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব এম আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কালিয়াকৈরের মৌচাক আমবাগান থেকে শুরু কোনাবাড়ী কলেজ গেট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ম্যারাথন দৌড় উপলক্ষ্যে প্রায় তিন কিলোমিটার এলাকায় দৌড়ালেন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।
আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মকে মাদক ও নেশা মুক্ত রাখার পাশাপাশি তারেক রহমানের যুব বান্ধব কর্মসূচি সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করতে এ ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন