ডেমরা কোনাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুর রশিদ (৭৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ডেমরা কোনাপাড়া বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের নাতি তাহসিন আহমেদ বলেন, সকালে তার দাদা ও দাদি ডেমরার বাসা থেকে সরকারি কর্মচারী হাসপাতালে ওষুধ আনার জন্য বের হয়।
ডেমরা কোনাপাড়া বাস স্ট্যান্ডে রিকশা থেকে নেমে গাড়িতে ওঠার জন্য হাঁটতে থাকেন সে সময়ে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তার দাদা আব্দুর রশিদ।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতাল নেওয়া হয় সেখান থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত আব্দুর রশিদ ডগাইর পশ্চিমপাড়ার ডেমরার বাসিন্দা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন