গাজীপুরে এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে কাপাসিয়ায় একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন চেয়ারম্যান ও সাবেক বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান।
প্রধান অতিথি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ করে বলেন, শুধু মেধা নয়, মানুষের উপকারে আসে এমন শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু নিজের জন্য উচ্চশিক্ষা নয়, উচ্চশিক্ষা হবে দেশ ও দশের।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান।
এতে আরও বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, মাজহারুল হকসহ অন্যরা।
অনুষ্ঠানে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০ জন, আলিমের ১০ জন ও কারিগরি শিক্ষার ২ জনকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই