জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের চৌরাঙ্গী মোড়, ঢাকা রোড, ভায়না মোড়, কলেজ রোড হয়ে নোমানী ময়দান মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ও পৌর সভাপতি কিজিল খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম