কেরানীগঞ্জে ঘোষিত লকডাউন কর্মসূচি (আগামী ১৩ নভেম্বর) উপলক্ষে মাঠে সক্রিয় থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
গ্রেফতারকৃতদের মধ্যে— সাভার মডেল থানায় ৪ জন, আশুলিয়া থানায় ৩ জন, ধামরাই থানায় ১ জন, কেরানীগঞ্জ মডেল থানায় ৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮ জন, দোহার থানায় ২ জন এবং নবাবগঞ্জ থানায় ৭ জন আছেন।
এসপি মো. আনিসুজ্জামান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন লকডাউন কর্মসূচি সামনে রেখে মিছিল, সভা-সমাবেশ ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত ১টা পর্যন্ত ঢাকার জেলার সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়।
এসপি আরও জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তারা নিয়মিত দলীয় মিছিল, সভা ও বিক্ষোভে অংশ নিতেন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ নভেম্বর ঢাকা শহরে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।
বিডি-প্রতিদিন/তানিয়া