রাজধানীর উত্তরায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (১৫-২০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৭ নম্বরের রোডের একটি খাটি প্লটের ছনের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।
তিনি জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে ওই স্থানে মরদেহটি ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এছাড়া নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ