শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সব পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন। তিনি জেলার প্রতিটি পূজামণ্ডপের নেতাদের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন এবং পূজাকে কেন্দ্র করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারেক আল মেহেদীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এ বছর নারায়ণগঞ্জ জেলার ২২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল