উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা, টঙ্ক আন্দোলনের মহানায়ক কমরেড মণি সিংহের ১২৪তম জয়ন্তী উদযাপিত হয়েছে ঢাকার সূত্রাপুরে। এ উপলক্ষ্যে আজ সকালে পোস্তগোলায় কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ও বাংলাদেশ কৃষক সমিতির সহকারী সাধারণ সম্পাদক কমরেড জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড আনোয়ার হোসেন, থানা কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড দীপক শীল প্রমুখ।
আলোচনাকালে জাহিদ হোসেন খান কমরেড মণি সিংহের জীবন ও সংগ্রামের নানা দিক তুলে ধরে বলেন, সঠিক আদর্শ ও রাজনৈতিক দর্শন চর্চার মাধ্যমে তিনি জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। কিশোর বয়সে কমরেড মণি সিংহ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেছিলেন এবং সে পথপরিক্রমায় ১৯২৫ সালে মার্কসবাদ-লেনিনবাদের আদর্শে উজ্জীবিত হয়ে মানবমুক্তির সংগ্রামে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। কমরেড মণি সিংহ তার নব্বই বছরের জীবনের প্রায় পঁচাত্তর বছর সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জেল-জুলুম উপেক্ষা করে সংগ্রাম গড়ে তুলেছিলেন। তিনি কমরেড মণি সিংহের জীবনদর্শন চর্চার মাধ্যমে সবাইকে জীবনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, স্বাধীন বাংলাদেশে দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী-স্বৈরাচারি লুটেরা শাসকগোষ্ঠী সাম্রাজ্যবাদী অপশক্তির যোগসাজসে গণতান্ত্রিক বিধিব্যবস্থা ধ্বংস করেছে। ফলে দেশের অর্থনীতি ও রাজনীতি পরনির্ভরশীল হয়েছে। এ সুযোগে সাম্প্রদায়িক ও দক্ষিণপন্থী শক্তি স্বাধীনতার স্বপ্নসাধ, শোষণমুক্তির আকাঙ্ক্ষা তথা সাধারণ মানুষের শান্তিতে বসবাসের ইচ্ছা পদদলিত করে দেশকে পুনরায় অন্ধকার যুগে নিয়ে যাওয়ার অপকৌশল চূড়ান্ত করেছে।
সিপিবি ঢাকা সহানগর দক্ষিণের সূত্রাপুর থানা কমিটি, ৪২নং ওয়ার্ড শাখা, ৪৩নং ওয়ার্ড শাখা ও ৪৪নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সমবেত কণ্ঠে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত