ভোলাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২৬ জুলাই) ওই গর্ভবতী নারী উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভোলা থেকে ঢাকাগামী ‘সম্পদ’ নামক যাত্রীবাহী লঞ্চে যাত্রা করেন। দুপুর ১টা ৩০ মিনিটে লঞ্চটি গজারিয়া এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটে।
লঞ্চে উপস্থিত এক সেনা সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে জানালে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা লঞ্চে উঠে রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর দ্রুত হাই স্পিড বোটে করে ওই নারীকে ঢাকা সদরঘাটে আনা হয়।
সেখান থেকে প্রাইভেট কারযোগে ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা উল্লেখযোগ্য হারে উন্নতি করেছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জনগণের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ