গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুনুর রশিদ (৪০) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের অপর আরোহী জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে। গুরুতর আহত জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের বারেকের ছেলে। তারা দুজনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতো।
নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় মাসুদ রানা জানান, সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাট। সেই হাটের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে দুজনই শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক পিক আপ পালিয়ে গেছে।
নিহত হারুনুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি নিহত পরিবারের সদস্যদের খোঁজ-খবরও নিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত