জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআই বাংলাদেশ) ঢাকা প্রেস্টিজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত সভায় সদস্যরা ও জাতীয় পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় আনুষ্ঠানিকভাবে কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইসমামকে আগামী সময়ের জন্য জেসিআই ঢাকা প্রেস্টিজের নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। তার নেতৃত্বে অধ্যায়টি টেকসই উন্নয়ন, যুব ক্ষমতায়ন এবং সামাজিক প্রভাবমূলক কাজের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ সাহিব আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল ইসলাম, ডিরেক্টর শাহ রাফায়েত চৌধুরী, আরবাব মুসা, আবু বকর, রাহাদ আবেদিন, জামিউল ইসলাম বিশ্বাস ও মোহাম্মদ ইমাম হোসাইন। কমিটি চেয়ার- শাফিল রাজ আসগর কবির। এছাড়া কমিটি চেয়ার হলেন- ব্যারিস্টার রোবিউল আলম সৈকত। একই সঙ্গে অনেক দক্ষ ব্যক্তি অধ্যায়টির কৌশলগত লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত