বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক সাব্বির হোসেন সোহাগসহ দুইজনের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি করেছে বরিশাল মহানগর ছাত্রদল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন নিয়ন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই বিএম কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক সাব্বির হোসেন সোহাগ এবং বিএম কলেজ ছাত্রদলের কর্মী শাহাবুদ্দিন মিয়ার হামলা হয়েছে। কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি ও ছাত্রদলের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। ওই ঘটনার সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. নাজমুল হুদা ও মো. কামরুল হুদাকে নিয়ে গঠিত কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে উক্ত ঘটনার সঙ্গে বিএম কলেজ ছাত্রদলের কোন নেতা-কর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সম্পাদক (মিডিয়া সেল) প্রধান কাজী মো. আবু যাঈদ প্রেরিত এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, জুলাইয়ের অন্যতম সম্মুখ সারির সহযোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক মো. সাব্বির হোসেন সোহাগ এবং মো. শাহাবুদ্দিন মিয়ার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ইয়াসিন ভূইয়া ছাত্রদলের কিছু সদস্যদের নিয়ে ওই হামলা চালায়। জুলাইয়ের প্রথম দিনে এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ