‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ। এদিন সকালে শুরুতেই বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সেই সাথে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান অনন্য। সরকারের টেকসই উন্নয়ন অর্জনে মাছ চাষ সম্প্রসারণের গুরুত্ব অপরিসীম। আলোচনা শেষে সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগারের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিডি প্রতিদিন/জামশেদ