যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি। সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তিনি।
এর আগে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করে দুপুর দুইটা পর্যন্ত বিক্ষোভ করে।
এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে সারাদেশের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর, রোগী হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানায়। পাশাপাশি আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/এমআই