ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত আট সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটির সভাপতি হয়েছেন- বেসরকারি টেলিভিশন, নিউজ ২৪ এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আট সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
আজ শুক্রবার বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করারও ঘোষণা দেওয়া হয়েছে।
আট সদস্যবিশিষ্ট আংশিক এই কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক আসিফ আদনান আজাদ, সহ-সভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ এবং গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি। অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা হয়েছেন সংগঠনটির চলচ্চিত্রবিষয়ক সম্পাদক।
একই সঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- বিখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট সংগীতশিল্পী কনকচাঁপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক মোজাম্মেল হক (লালু) এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
উল্লেখ্য, নতুন এই কমিটি বিএমসিএস-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বগুড়ার গণমাধ্যম ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/জুনাইদ