বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অধ্যাপক ডা. আব্দুল হান্নানকে সভাপতি এবং সহযোগী অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরীকে মহাসচিব করা হয়েছে। কমিটিতে অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়।
আজ রবিবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের কনফারেন্স রুম-১ এ এক জরুরি সভায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি উদুল ফিতরের পর সরকারি এবং বেসরকারি শিশু বিশেষজ্ঞদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত/ইই