বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল -৩ (উত্তরা) কার্যালয়ে দালালীর অভিযোগে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৩ ও ৪ এর পৃথক অভিযানে মো. মুরাদ মোল্লা (২২) এবং মুহাম্মদ তরিকুল ইসলাম (৩৫) নামে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, পৃথক দুটি টিম এক সঙ্গে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে। পরবর্তীতে শুনানি চলাকালে দুইজন দোষ স্বীকার করেন। তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য তিনজন শুনানিতে নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দালালবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং বিআরটিএ দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/জুনাইদ