রাজধানীর কলাবাগানে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক এসআই নন্দন কুমার দাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, সকালে তার স্ত্রী কাজে বাইরে যান। বাসায় দুই মেয়ে ছিলেন। ওই আইনজীবী তাদের অগোচরে নিজ রুমে ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্বজনদের বরাদ দিয়ে তিনি জানান, গত জুন-জুলাইয়ের পর থেকে আর্থিকভাবে সমস্যায় ভুগছিলেন। হয়তো এসব কারণে ডিপ্রেশন থেকে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না তা, তদন্ত করে দেখা হচ্ছে।
ময়মনসিংহের হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে হিল্লোল রেমা।
বিডি প্রতিদিন/এমআই