ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মুস্তাক সর্দার (৬২) নামে এক বৃদ্ধকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর–মারুফদহ সড়কের পাশের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা চাওয়ার জেরে ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের বাবলু নামে এক ব্যক্তি বৃদ্ধকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে কলাবাগানে নিয়ে চাকু ও রামদা দিয়ে তাকে জবাই করার চেষ্টা করে। বৃদ্ধের চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অস্ত্রসহ বাবলুকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক