চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে অপহরণের শিকার মো. সবুজ ফরাজী (২৭) নামের এক যুবককে উদ্ধার করেছে র্যাব। শনিবার রাতে এক অভিযানে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের মূল হোতাসহ পাঁচজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে র্যাব।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপহৃত সবুজ বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। তিনি একসময় চট্টগ্রাম নগরীর সিইপিজেডে চাকরি করতেন। সেই সূত্রে গত ১০ অক্টোবর রাতে তিনি বন্দরটিলা এলাকায় গেলে ১১-১২ জন মিলে তাকে চড়-থাপ্পড় দিয়ে জোরপূর্বক একটি রিকশায় তুলে আয়েশার মায়ের গলি এলাকার একটি রিকশা গ্যারেজে আটকে রাখে। পরে অপহরণকারীরা সবুজের স্ত্রীর কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে র্যাব-৭ পতেঙ্গা কার্যালয়ে অভিযোগ হিসেবে জানানো হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সবুজকে উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণের সাথে অভিযুক্ত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলখিলা গ্রামের বাসিন্দা মুছা (২২), মো. সোহেল (২৫), বরিশালের কোতোয়ালী থানার শায়েস্তাবাদের বাসিন্দা মো. রিয়াজ (২৪), কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রামের বাসিন্দা মো. তাসিন (২৩) ও নগরীর ইপিজেড থানার আয়েশার মায়ের গলির বাসিন্দা মো. রায়হানকে (২৬) আটক করে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।
বিডি প্রতিদিন/এএম