চট্টগ্রামে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-মো সানিম, রবিউল হোসেন সাইমন এবং রিয়াজুল ইসলাম তুহিন। শনিবার রাতে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুইয়া বলেন, শনিবার রাতে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের নুর মোহাম্মদ সড়কে যাত্রী সেজে সিএনজি টেক্সি ছিনতাইকালে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম