চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক ওয়ার্লেস ঝাউতলা কলোনি জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই নয়, প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোও অন্তর্ভুক্ত করছে। ওয়ার্লেস কলোনি জামে মসজিদ এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার পানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।
তিনি আশা করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পাবেন এবং নগরের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।
বিডি প্রতিদিন/এমআই