চট্টগ্রামের ফটিকছড়িতে আব্দুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মাসুদ একই এলাকার মো. মোজাহেরের ছেলে।
মাসুদের ভাই রাশেদ জানান, গত বুধবার (১২ নভেম্বর) রাতে তার ভাই স্থানীয় মুনাফখীল মাদরাসা থেকে ফেরার পথে অভিযুক্ত ওসমান নামে তার ভাইকে কৌশলে একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে যায়। ওই সময় ছাদে অবস্থান করা বেশ কয়েকজন যুবক তাকে লোহার রড, বাঁশের লাঠি ও কাঠ দিয়ে মাথায় আঘাত করে।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় তিনি বাদী হয়ে ফটিকছড়ি একটি থানায় মামলা করেছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নূর আহমদ বলেন, ঘটনার পরপরই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/কামাল