সুফী মতাদর্শে বিশ্বাসী তিনটি দলের ‘বৃহত্তর সুন্নী জোট’ ১৩ দফা দাবি নিয়ে মাঠে নামছে। এরই লক্ষ্যে পাঁচটি বিভাগীয় শহরে পাঁচটি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথম মহাসমাবশটি আগামীকাল শনিবার বিকালে চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে।
তাছাড়া, জোটগতভাবে দল তিনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ তিনটি দল হলো- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রীম পার্টি। তারা ‘বৃহত্তর সুন্নী জোট’ নামে গত তিন মাস জোটবদ্ধ হয়েছে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে ১৩ দফা দাবি ঘোষণা করেছে। সেই সঙ্গে পাঁচটি শহরে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে আগামী ২২ নভেম্বর নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বর কুমিল্লা, ৬ ডিসেম্বর হবিগঞ্জ ও ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রামে মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়ক এএম মঈনুদ্দিন চৌধুরী হালিম বলেন, চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশে তিন দলের তিন চেয়ারম্যান ও মহাসচিবরা উপস্থিত থাকবেন। এ ব্যাপারে আমরা পুরোদমে প্রস্তুতি নিয়েছি। সমাবশে নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুন নবী বলেন, আমরা চাই, সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করুক। জাতি এমন একটি নির্বাচনের জন্য মুখিয়ে আছে।
বৃহত্তর সুন্নী জোটের ১৩ দফা দাবির মধ্যে আছে- নির্বাচন কমিশন ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনের দিন গণভোটের আয়োজন, রাষ্ট্রীয় বৈঠকে সব নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও পার্বত্য জেলায় বিদেশি মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ।
বিডি-প্রতিদিন/এমই