বান্দরবানের থানচির নাফাখুম ঝরনায় গোসল করতে নেমে মো. ইকবাল হোসাইন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার ১৪ নভেম্বর ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে ১০-১২ জন থানচির নাফাখুমে যান। বিকেলে নাফাখুমের গভীর পানিতে গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যান মো. ইকবাল।
থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিজিবি সদস্যরা যোগ দিয়ে উদ্ধার অভিযান চালায়।
তিনি জানান, শনিবার ১৫ নভেম্বর দুপুর পর্যন্ত নিখোঁজ থাকা পর্যটকের সন্ধান মেলেনি। তাকে উদ্ধার না করা পর্যন্ত যৌথ অভিযান চলবে।
বিডি-প্রতিদিন/এমই