চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রিপন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়কের দায়িত্বে ছিলেন।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম জানান, গত ৮ সেপ্টেম্বর রাত ৯ টায় মিরসরাই ইকোনমিক জোন সড়কে একটি ট্রাকের সাথে দুর্ঘটনায় শিকার হলে রিপনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ সেখানে তার চিকিৎসা চলছিলো। রবিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম