‘নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন, সুস্থ থাকুন—এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে চতুর্থ দফার সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পোর্ট স্কুল মোড়ে ব্র্যাকের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মোংলা উপজেলা শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। শুধু সরকার নয়, সমাজের সকলকে নিয়ে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাগেরহাট ও মোংলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় মানুষের ঘন চলাচলের কারণে এসব স্থান এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় পৌরসভাকে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে এবং এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক মো. নূর আলম শেখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শংকর বাওয়ালি, নাগরিক নেতা মো. মনির হোসেন টুলু, ক্রীড়া সংগঠক মো. সোহেল হাওলাদার, পরিবেশকর্মী হাছিব সরদার, বিডি ক্লিনের প্রতিনিধি আবু হাসান, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা সনৎ কুমার, যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার নূর ই আলমসহ অন্যান্য প্রতিনিধিরা।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পশুর রিভার ওয়াটারকিপারের সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা। শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।
আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব হবে।
বিডি প্রতিদিন/জামশেদ