ক্রমবর্ধমান স্তন ক্যান্সার সচেতনতার অংশ হিসেবে আগামী অক্টোবর মাসে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থাপনা সাজানো হবে পিংক কালারে। নগরবাসীর কৌতূহল জাগিয়ে তুলতে এবং সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া।
প্রতি বছর অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে নগরের উল্লেখযোগ্য স্থাপনা, ভবন ও বিলবোর্ডে প্রচারণা চালানো হবে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।
সিএসসিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী বলেন, অক্টোবর মাসকে সামনে রেখে আমরা নানা ধরনের ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছি। এর মাধ্যমে সবার মাঝে স্তন ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি হবে।
চট্টগ্রামে স্তন ক্যান্সারের প্রকোপও বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৫২০ জন নারী ক্যান্সার রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬১৪ জন স্তন ক্যান্সারে আক্রান্ত, যা মোট নারীর ২৪ শতাংশ। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের বেশিরভাগই ৫০ বছরের নিচে বয়সী।
চিকিৎসকরা বলছেন, স্তন ক্যান্সার গুরুতর রোগ হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে অনেক ক্ষেত্রেই সুস্থ জীবনযাপন সম্ভব।
বিডি প্রতিদিন/হিমেল