চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে মাসুদ ডেইরি পোল্ট্রি অ্যান্ড ফিসারিজ নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের সুপারভাইজার ফজলুল কাদেরের অভিযোগ, শনিবার দিবাগত রাত ২টার দিকে চার-পাঁচজন অস্ত্রধারী ডাকাত মুখোশ পরে ফার্মের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মংসিন চাক ও হযরত আলীকে ধরে ফেলে। তাদের হাত-পা বেঁধে তিনতলার একটি কক্ষে আটকে রাখে। ওই সময় ডাকাতরা ভয় দেখিয়ে ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিন কোথায় রাখা আছে জানতে চায়। এরপর কক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে ডাকাতদল দ্বিতীয় তলার অফিসকক্ষে প্রবেশ করে। সেখানে আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে। একইসাথে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এমআই