চট্টগ্রামের ফটিকছড়িতে প্রফেসর জয়নাল আবেদীন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর ফুটবল একাদশ আয়োজিত খেলায় ধর্মপুর একাদশকে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নানুপুর টাইগার ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, ক্রীড়াঙ্গন দলীয় করণ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো ক্রীড়াঙ্গন উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে।
ডা. আশরাফুল আবেদীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠক ও ব্যবসায়ী জাবেদ হোসেন এরশাদ, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, ফরিদুল আলম, শাহারিয়ার চৌধুরী, নূরুল হুদা, মামুন সরোয়ার, ওহিদুল ইসলাম গনি, মোজাহারুল ইকবাল লাভলু, নাফিজ বেলাল, মহিন উদ্দিন, মো. গিয়াস, মো. ওসমান, মো.তৌফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম