চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেছেন, বিএনপির সভাপতি তারেক রহমান বাংলাদেশে সাম্য, মানবিক ও সম্প্রীতির রাজনীতি করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় রাঙ্গুনীয়ার মানুষকে মানবিক ও সম্প্রীতিমূলকভাবে গড়ে তোলার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, রাঙ্গুনীয়ার মানুষ এমন নেতৃত্ব চাই, যা হিংসা ও প্রতিহিংসা পরিহার করে আপামর জনগণকে সাথে নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
শুক্রবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য, মানবিক ও সম্প্রীতির রাঙ্গুনীয়া গড়ার লক্ষ্যে এক সভায় এসব কথা বলেন তিনি।
রাঙ্গুনীয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন রাঙ্গুনীয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মহসিন, দক্ষিণ রাঙ্গুনীয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল এবং উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
বিডি প্রতিদিন/আশিক