চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে মো. ইউনুস (৪৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ইউনুস বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গুলির খবর পেয়ে ওই ব্যবসায়ীকে রাতে উদ্ধার করে ঘটনার পর পর চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। পুলিশ জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইউনুসের ড্রেজারের ব্যবসা রয়েছে। একটি চক্র কিছুদিন যাবৎ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গুলি করে। তার মুখ ও হাঁটুতে গুলি লেগেছে।
বিডি প্রতিদিন/এমআই