ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই ২০২৪ স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আখাউড়া শাখার আয়োজনে শনিবার (০২ আগস্ট) উপজেলা মডেল মসিজদ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা জামায়াতের আমীর আমির মো. ইকবাল হোসেন, সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, আখাউড়া উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান এম. এ. হান্নান, জুলাই আহত মুস্তাহিদ হুসেন ভুইয়া সামি ও আবু সায়েদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাহসিন তোহা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দলীয় লোকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে জুলাই ২০২৪ স্মরণে একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৬ জনকে সম্মাননা জানানো হয়। আহতদের মধ্যে ২ জন উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম