আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টে স্টুডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘মিউচুয়াল এক্সচেঞ্জ: এ ডায়লগ বিটউইন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ল স্টুডেন্ট’ শিরোনামে এ কনফারেন্সটি আয়োজন করে সুপ্রিম কোর্ট।
দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে জার্মান দূতাবাসের প্রতিনিধি, আইনজীবী এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বলেন, বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচারসেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়তে আইন শিক্ষার্থীদের জন্য এ সংলাপের আয়োজন করছে। তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, সংলাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা এবং আদালতও নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবে, যা সামগ্রিকভাবে দেশের আইনাঙ্গনকে সমৃদ্ধ করবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জার্মান ফেডারেল মিনিস্ট্রির আর্থিক সহায়তা প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্ট এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আইন শিক্ষার্থীদের নিয়ে সুপ্রিম কোর্ট এই কনফারেন্সটি আয়োজন করে। গতকাল প্রথম পর্বে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে চারজন করে প্রতিনিধি এই কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের আরো কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আরো একটি স্টুডেন্ট কনফারেন্সের আয়োজন করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল