মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীতে পড়ে নিখোঁজ হয়েছে সুলায়মান (৩) নামের এক শিশু। শিশুটি স্থানীয় বাসিন্দা সুমন বেপারীর ছেলে।
শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে গেলে মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করে, পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে শিশুটির সন্ধান মেলেনি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা চেষ্টা করছে নদীতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কেএ