চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম আশিঘর পাড়ার বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল কাশেম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ