সিরাজগঞ্জ শহরের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের এফডিআরের প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ সহ স্কুলের অন্যান্য টাকা ‘নয়-ছয়ের’ অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
দুর্নীতির বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় ম্যানেজিং কমিটি প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের ২২ জুলাই স্বাক্ষরকৃত একটি পত্রে শনিবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়ের এফডিআরের ৬০ লক্ষাধিক টাকাসহ বিদ্যালয়ের অন্যান্য ব্যাংক লেনদেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম একাই পরিচালনা করছিলেন। সম্প্রতি ব্যাংক লেনদেনের ব্যাখ্যা চাওয়া হলে তিনি সদুত্তর দিতে পারেননি। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা ম্যানেজিং কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ম্যানেজিং কমিটি তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় এবং ২২ জুলাই রেজুলেশন করে আশরাফুল ইসলামকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।
প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের সকল চার্জ বুঝে দেওয়া হবে। এর বেশি কিছু বলতে পারব না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর। নিয়ম অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই