মাদারীপুরের রাজৈরে ভুয়া জাতীয় নির্বাচন কমিশনের মাইক্রোবাসসহ মনিরুজ্জামান (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার গাড়ি থেকে ৮ ক্যান (বোতল) বিয়ার উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে রাজৈর থানা থেকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। আটক মনিরুজ্জামান জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করছিল রাজৈর থানার পুলিশ। পরে ভোররাতের দিকে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তালপট্টি তিন রাস্তার মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি গাড়ি দেখতে পান তারা। এ সময় সন্দেহ হলে চালকসহ গাড়িটা আটক করা হয়। একপর্যায়ে তল্লাশি করে এলকোহলযুক্ত ৮ ক্যান (বোতল) বিয়ার উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি মাইক্রো গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার গাড়ি থেকে নেশাদ্রব্য উদ্ধার হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল