বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে শনিবার তৃতীয় দিনে জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা-খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জ সদরে মহাসড়ক অবরোধ করে।
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের দশানী মোড় অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে আবারো মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা।
সমাবেশ থেকে রবিবার সকালে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান ও বাগেরহাট সদরসহ রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপি নেতা শেখ ওয়াহিদুর রহমান দিপু, ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাইল করিম, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহম্মদ ইউনুস, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের বাগেরহাটে আসন কমিয়ে দেওয়ার প্রস্তাব জনআকাঙ্ক্ষার পরিপন্থি। যেখানে বাগেরহাটে আরও নির্বাচনি আসন বাড়ানো দরকার, সেখানে আসন কমানোর সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ৫ আগস্ট থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই